লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার মোবাইল এসোসিয়েশনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদনের পাশাপাশি সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
সভায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আলোচনা এবং আর্থিক হিসাব-নিকাশ উপস্থাপন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি এবং মোঃ হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: মো. আলাউদ্দিন
সহ-সাধারণ সম্পাদক: টিপু সুলতান
অর্থ সম্পাদক: মো. মেহেদী হাসান
সহকারী অর্থ সম্পাদক: পরশ ও মো. রাসেল
আইটি সম্পাদক: মো. রিমন
এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন মোঃ হাফিজুর রহমান, সজীব ও মোঃ রায়হান উদ্দিন মোল্লা।
সভায় নবগঠিত কমিটির উদ্যোগে সর্বসম্মতিক্রমে একটি সৌহার্দ্যপূর্ণ সাজেক ভ্যালি ট্যুর আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে মোঃ আনোয়ার হোসেন বলেন, “চন্দ্রগঞ্জ মোবাইল এসোসিয়েশন দীর্ঘ পাঁচ বছর ধরে ঐক্য ও সহযোগিতার মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে।”
সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির বলেন, “সদস্যদের আস্থা ও ভালোবাসার কারণে আমরা পুনরায় দায়িত্ব পেয়েছি। সামনে সংগঠনের শৃঙ্খলা বজায় রেখে প্রযুক্তিনির্ভর ও কল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।”
সভা শেষে সদস্যদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

