লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২নং চরশাহী ইউনিয়নের ১০টি মসজিদে গরম পানির হিটার (গিজার) বিতরণ করেছে মাওলানা আবু মূসা ফাউন্ডেশন।
শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির আওতায় শীতের তীব্রতা বিবেচনায় মুসল্লিদের জন্য ওযু ও নামাজ আদায়ে গরম পানির সুবিধা নিশ্চিত করতে ইউনিয়নের বিভিন্ন মসজিদে মোট ১০টি গিজার স্থাপন করা হয়। শীতকালীন সময়ে মসজিদে আগত মুসল্লিদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করায় এলাকাবাসী এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

মাওলানা আবু মূসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এই বিতরণ কার্যক্রম সম্পূর্ণ দাতব্য ও জনকল্যাণমূলক উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। শীত মৌসুমে মুসল্লিদের কষ্ট লাঘবে এ উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় মুসল্লি ও সংশ্লিষ্ট মসজিদ কমিটির সদস্যরা ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

