News Bulletin-PNG
বুধবার, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ১১:৫৪
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

আনসার বাহিনীতে ১৫ জন কর্মকর্তার পদোন্নতি, মহাপরিচালকের হাতে র‍্যাংক ব্যাজ পরিধান

News Bulletin
আগস্ট ৬, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন সহকারী পরিচালককে উপপরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন।

অনুষ্ঠানে মহাপরিচালক নবনিযুক্ত উপপরিচালকদের অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি শুধু সম্মানের নয়, এটি দায়িত্ব ও কর্তব্যের নতুন উচ্চতায় পৌঁছানোর প্রতীক। প্রত্যেক কর্মকর্তার কাছ থেকে আমরা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা করি।”

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পক্ষ থেকে মো. জয়নাল আবেদীন বক্তব্য রাখেন। তিনি বলেন, “এই পদোন্নতি আমাদের দায়িত্বশীলতা আরও বাড়িয়ে দিলো। আমরা সম্মিলিতভাবে দেশের সেবায় এবং বাহিনীর অগ্রগতিতে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাব।”

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— মো. জয়নাল আবেদীন, এস.এম. শরিফুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মো. আব্দুল আলীম, মোহা. কামরুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মুহাম্মদ এমরানুল হক, এস.এম. রায়হান হেলাল, উজ্জ্বল ব্যানার্জী, মো. সিদ্দিকুর রহমান খান, মোহাম্মদ আজহারুল হুদা, মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির, এস.এম. আকতারুজ্জামান, মোহাম্মদ রকিব উদ্দিন ও মোহাম্মদ জসীম উদ্দিন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের এ পদোন্নতি প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানেই তাদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST