লক্ষ্মীপুর প্রতিনিধি | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবি হিসেবে মনোনীত হয়েছেন জেলা জজ আদালতের তরুণ ও মেধাবী আইনজীবি এডভোকেট সালাহ উদ্দিন স্বপন। সম্প্রতি জেলা লিগ্যাল এইড অফিস থেকে প্রকাশিত প্যানেল তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়।
জানা যায়, এডভোকেট সালাহ উদ্দিন স্বপন দীর্ঘদিন ধরে আদালতে নিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতার সঙ্গে আইনপেশায় যুক্ত রয়েছেন। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
লিগ্যাল এইড প্যানেলে অন্তর্ভুক্ত হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি। স্বপন বলেন, “অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া আমার পেশাগত দায়িত্বের অংশ। আমি চেষ্টা করব যেন ন্যায়বিচার সবার দোরগোড়ায় পৌঁছে যায়।”
জেলা লিগ্যাল এইড কমিটির সংশ্লিষ্টরা জানান, এডভোকেট স্বপনের মতো উদ্যমী তরুণ আইনজীবিদের সম্পৃক্ততা লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবে।
উল্লেখ্য, সরকারি লিগ্যাল এইড কমিটির মাধ্যমে দরিদ্র, নিপীড়িত ও অসহায় জনগোষ্ঠী বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনার সুযোগ পেয়ে থাকে। এডভোকেট সালাহ উদ্দিন স্বপনের মতো তরুণ আইনজীবিদের সম্পৃক্ততা এই সেবাকে আরও কার্যকর ও জনমুখী করতে সহায়তা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

