News Bulletin-PNG
শনিবার, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ১১:৫৫
  1. অর্থ ও বাণিজ্য
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রশাসন
  15. ফিচার

গরু জবাই বর্জ্যে দুষিত লক্ষ্মীপুরের মিয়ার বাজারের সড়ক, ক্ষোভ স্থানীয়দের জনস্বাস্থ্যে চরম ঝুঁকি

News Bulletin
নভেম্বর ২৫, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের মিয়ার বাজারে গরু মাংস বিক্রেতা হান্নান ও তার ভাইদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ, সরকারি রাস্তা দখল, এবং স্থানীয়দের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। বাজার সংলগ্ন তাদের খামার থেকে প্রতিদিন ২–৩টি গরু জবাই করা হলেও বর্জ্য ও রক্তের সঠিক নিষ্পত্তি না করে বাজার এবং রাস্তার ওপরেই ফেলে রাখা হচ্ছে।

এর ফলে এলাকায় তীব্র দুর্গন্ধ, নোংরা পানি, মশা–মাছির উপদ্রব এবং দূষিত পরিবেশে স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বাজার কমিটি এবং এলাকার সচেতন যুব সমাজ বারবার নিষেধ করা সত্ত্বেও হান্নান ভাইরা উল্টো তাদের দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরিস্থিতি চরমে ওঠে গত ২৩ নভেম্বর ২০২৫ তারিখে, যখন হান্নান ও তার ভাইরা সরকারি রাস্তা দখল করে সেখানে গরু জবাইয়ের উদ্দেশ্যে সিসি ডালাই করে পাকা জবাইখানা নির্মাণের কাজ শুরু করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় যুব সমাজ বাধা দেয়, কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে।

খামারের জমির মালিক পল্লী চিকিৎসক মাহমুদুল হাসান জানান, হান্নানকে বহুবার নিষেধ করেছি যেন বর্জ্য এলোমেলো ভাবে না ফেলে এবং রাস্তা দখল না করে। কিন্তু সে ও তার ভাইদের কেউই কথা শুনছে না। বাজার কমিটি ও মসজিদ কমিটিও বহুবার নিষেধ করেছে, তবুও তারা তাদের ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছে।

এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তা দখল করে পাকা জবাইখানা তৈরি করা সম্পূর্ণ বেআইনি এবং এতে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

এ কারণে হান্নান ও তার ভাইদের বিরুদ্ধে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন, যেন বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা যায় এবং এমন অবৈধ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ হয়।

আজকের সর্বশেষ সব খবর
  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST